۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
ইমাম হাদী ( আ: )
ইমাম হাদী ( আ: )

হাওজা / ৩ রজব মহানবী সা) - এর আহলুল বাইতের আ:) দশম ইমাম আলী আন নাকী আল- হাদী ( আ:) - এর শাহাদাৎ দিবস । ২৫৪ হিজরী সালের ৩ রজব ত্রয়দশ আব্বাসীয় খলীফা আল- মু'তাযযের নির্দেশে ইমাম হাদী ( আ:)কে যে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। তাঁর ইমামত কাল ছিল ৩৩ বছর । শাহাদাতের সময় তাঁর বয়স হয়েছিল ৪০ বছর মতান্তরে ৪২ বছর এবং কারো কারো মতে আরো বেশী ।

২. ইমাম হাদী ( আ:) বলেন :

الْمُصِیْبَةُ لِلصَّابِرِ وَاحِدَةٌ وَ لِلْجَازِعِ اثْنَانِ

ধৈর্যশীল ব্যক্তির ( সাবির ) মুসিবত ( বিপদ ) হচ্ছে একটি এবং ( বিপদাপদে ভীত হয়ে ) অস্থির চিত্ত অধৈর্যশীল ব্যক্তির ( জাযি' جَازِع ) মুসিবত হচ্ছে দুটি ।

সূত্র : শেখ আব্বাস কোম্মী প্রণীত নেগহী বে যেন্দেগনীয়ে চাহরদাহ মা'সূম ( আ: ) , পৃ : ৪৪৬-৪৪৮ থেকে সংকলিত ও অনূদিত

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .